- Your shopping cart is empty!
চলছে মধু মাস, প্রতি বছরের মত এই বছরও বেঙ্গল হারভেস্ট আপনাদের জন্য নিয়ে এলো রংপুরের বিখ্যাত, বাগানের বাছাইকৃত, সেরা আঁশ বিহীন সুমিষ্ট হাড়ি ভাঙা আম।
বাংলাদেশের বিখ্যাত যতগুলো আমের জাত আছে তার মধ্যে আঁশ বিহীন রসালো সুমিষ্ট আম বললে সর্বপ্রথম রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের নাম চলে আসে। আগামী ২৪ জুন ২০২৪ থেকে শুরু হবে আমাদের হাড়িভাঙ্গা আমের ডেলিভারি সারা বাংলাদেশে, চাইলে দেশের বাহিরেও নিতে পারেন।
কুরিয়ারের মাধ্যমে সরাসরি বাগান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে রংপুর তথা বাংলাদেশের বিখ্যাত আঁশ বিহীন কেমিক্যাল ফ্রি হাড়িভাঙ্গা আম।
জরুরী বার্তাঃ
# বেঙ্গল হারভেস্ট পূর্ববর্তী বছরগুলোর মতই কেমিক্যাল মুক্ত পরিপক্ব আম সরবরাহ করবে এবারো। যেহেতু কেমিক্যাল মুক্ত আম তাই পরিপক্ব কিন্তু কাঁচা অবস্থায় আপনাদের কাছে পৌঁছানর বেবস্থা করছি আমরা, যেন ১-২ দিনেও আম নস্ট না হয়।
# আম যেহেতু প্লাস্টিক ক্যারেটে ভালোভাবে রেপিং করে পরিবহনে বা কুরিয়ারে সরবরাহ করা হয় তাই গরমের কারনে আম কিছুটা পেকে বা দুই একটা নরম হয়ে যেতে পারে এবং এটা স্বাভাবিক। তাই আম হাতে পাওয়ার সাথে সাথে ক্যারেট থেকে বের করে বোঁটা ছাড়িয়ে শুষ্ক যায়গায় রেখে দিতে হবে। সম্ভব হলে প্রতিট আম আলাদা আলাদা পেপারে রেপিং করে রাখতে পারলে ভালো।
# হাড়ি ভাঙা আম হালকা শক্ত পাকা অবস্থায় খেলে এর আসল স্বাদ পাওয়া যায়। তাই অতিরিক্ত পাকিয়ে না খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। এতে করে আম নষ্টও হয়ে যেতে পারে।
**** ঢাকার বাহিরের জন্য প্রতি কেজি আমে অতিরিক্ত ৫ টাকা যুক্ত হয়েছে। আমের মোট মূল্য কুরিয়ার খরচ, ক্যারেট ও পেকেজিং সহ দেয়া আছে। বিধায় আলাদা আর কোন চার্জ যুক্ত হবে না।